আমন ধান বাজারে এলে কমবে চালের দাম: খাদ্য উপদেষ্টা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৩:৫৬
আমন ধান বাজারে এলে কমবে চালের দাম: খাদ্য উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। এবার সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য অধিদফতরে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভাশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।


উপদেষ্টা জানান, এবার আমনের দাম প্রতি কেজিকে ৩ টাকা বাড়ানো হয়েছে। আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে।


তিনি আরও বলেন, খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে।


উপদেষ্টা বলেন, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম।


ধান-চাল লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উপদেষ্টা বলেন, এবার বন্যায় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামসহ আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করা হবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com