মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে লেবাননে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ফিরছেন আরও ৯৫ জন বাংলাদেশি নাগরিক।
রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।
বৈরুতের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে বৈরুত থেকে দুবাই হয়ে নবম দফায় দেশে ফিরবেন ৯৫ বাংলাদেশি নাগরিক। তারা মঙ্গলবার সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা করেছেন।
এ নিয়ে লেবানন থেকে ৫২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে সোমবার (২১ অক্টোবর) প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন, বুধবার (২৩ অক্টোবর) দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় ফিরেছেন ৩০ জন। পঞ্চম দফায় ফিরেছেন ৩৬ জন। ষষ্ঠ দফায় ৫২ জন। রবিবার (৩ নভেম্বর) সপ্তম দফায় ৭০ জন বাংলাদেশি ফেরত এসেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) অষ্টম দফায় আরও ১৮৩ জন প্রবাসী দেশে ফিরেছেন।
উল্লেখ্য, লেবানন থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]