শাহজালালে সৌদি রিয়াল ও ২০ লিটার অ্যালকোহল জব্দ
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৯:৪৬
শাহজালালে সৌদি রিয়াল ও ২০ লিটার অ্যালকোহল জব্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ঘটনায় বিদেশি যাত্রী থেকে ২০ লিটার অ্যালকোহল ও দুই যাত্রী থেকে ১ লাখ ৩৩ হাজার সৌদি রিয়াল জব্দ করেছেন এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। তারা দুবাইয়ের যাত্রী ছিলেন। তাদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্স করা ছিল না।


১১ নভেম্বর, সোমবার সকালে এ ঘটনা ঘটে।


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রী দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। নিরাপত্তা তল্লাশির সময় তাদের ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে দায়িত্বরত এভসেক স্ক্যানার ব্যাগের ভেতর প্লাস্টিকের মোড়কে সুকৌশলে লুকায়িত অবস্থায় রাখা কাগজের মুদ্রা সাদৃশ্য বস্তু দেখতে পান। যাত্রীকে এটির বিষয়ে জিজ্ঞাসা করা হলে কোনো উত্তর দিতে পারেননি। পরে কাস্টমস সদস্যসহ নিরাপত্তা সদস্যদের উপস্থিতিতে ব্যাগগুলো খোলা হলে রিয়াল পাওয়া যায়।


বিমানবন্দর আরও জানায়, এই পরিমাণ রিয়ালের বিষয়ে কোনো তথ্য যাত্রীদের জানা ছিল না, পাসপোর্টেও বৈদেশিক মুদ্রা এনডোর্স করা ছিল না। পরে তাদের কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে এভসেক।


এদিকে পৃথক একটি ঘটনায় বিমানবন্দরের একজন বিদেশি যাত্রী থেকে ২০ লিটার মদ জব্দ করা হয়েছে।


এভসেক জানিয়েছে, সোমবার (১১ নভেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের এক নম্বর গ্রিন চ্যানেল এলাকায় কর্তব্যরত থাকাকালীন অবস্থায় এভসেকের একজন সদস্য বিদেশি একজন যাত্রীকে কাস্টম চেকিং ফাঁকি দিয়ে সুকৌশলে বের হওয়ার বিষয়টি লক্ষ্য করেন। পরে পাশে থাকা কর্তব্যরত কাস্টমস সদস্যের সঙ্গে নিয়ে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ চেক করা হলে ২০ লিটার অ্যালকোহল পাওয়া যায়।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কাস্টমসের নিয়ম অনুযায়ী একজন বিদেশি নাগরিক তার পাসপোর্ট দেখিয়ে ১ লিটার মদ দেশে আনতে পারেন। তবে এর জন্য তাকে আগাম ঘোষণাপত্র পূরণ করে বিষয়টি কাস্টমসকে অবগত করতে হবে। ওই যাত্রী কোনো ঘোষণা দেননি। এলকোহলগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এভসেক।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com