
অন্য দিনের তুলনায় রাজধানীজুড়ে আজ যানজট বেড়েছে কয়েকগুণ। সাধারণত প্রতিদিন খুব সকালে সড়ক কিছুটা ফাঁকা থাকলেও সকাল থেকেই রাজধানীবাসীর দিন শুরু হয়েছে যানজটকে সঙ্গে নিয়ে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মলন কেন্দ্র করে রাজধানীর পল্টন, শাহবাগ বাংলামোটর, সাইন্সল্যাবসহ নগরীর বিভিন্ন পয়েন্টে দেখা দেছে দীর্ঘ জানযট। এতে বিপাকে পরেছে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।
জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও জনতার ইসলামি মহাসম্মলনে যোগ দিতে মানুষের ঢল নামায় ভোর থেকে রাজধানীর সড়কে গাড়ির চাপ বেড়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে।
যানজটের চিত্র তুলে ধরে একজন ফেসবুকে লিখেছেন, যারা সোহরাওয়ার্দী উদ্যান এলাকা দিয়ে মঙ্গলবার যাতায়াত করবেন তারা হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হবেন। অথবা বিকল্প পথ ব্যবহার করুন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]