
কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড ফের পুনর্গঠন করা হয়েছে। বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন কথা সাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন।
এর আগে বোর্ডের সদস্য বেগম আকতার কামাল ও কবি আবদুল হাই শিকদার পদত্যাগ করায় নতুন করে দুজনকে যুক্ত করা হয়েছে।
২৯ অক্টোবর, মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন প্রকাশ করে এই তথ্য জানিয়েছে।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, গণঅভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ সেপ্টেম্বর ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছিল। দুজন সদস্যের পদত্যাগের কারণে এখন নতুন দুজন যুক্ত হয়েছেন।"
আওয়ামী লীগ সরকারের মেয়াদে ২০২২ সালের ১৩ জুন ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছিল; যা সংশোধনপূর্বক কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ এর ৬নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে, গত ১৯ সেপ্টেম্বর সরকার ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে।
পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে চেয়ারম্যান হিসেবে আছেন কবি কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী। পদাধিকার অনুযায়ী কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
এহসান মাহমুদ ও জেহাদ উদ্দিন ছাড়াও বোর্ডের সদস্য হিসেবে আছেন নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক লীনা তাপসী খান।
পদাধিকার অনুযায়ী সদস্য হিসেবে আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান) এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রতিনিধি।
ট্রাস্টি বোর্ডের মেয়াদ কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ এর ৬নং ধারা অনুযায়ী বলবৎ থাকবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]