সন্ধ্যায় দেশে ফিরছেন ৬৫ লেবানন প্রবাসী
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১০:১৮
সন্ধ্যায় দেশে ফিরছেন ৬৫ লেবানন প্রবাসী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হিজবুল্লাহর সাথে ইসরায়েলী বাহিনীর দ্বন্দ্বে ক্রমেই লেবাননের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ অবস্থায় লেবাননে থাকা প্রবাসীদের অনেকেই বাংলাদেশে ফেরার আগ্রহ জানিয়েছেন।


২৩ অক্টোবর, বুধবার সন্ধ্যায় একটি বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরতে ইচ্ছুক ৬৫ বাংলাদেশি নাগরিকের দ্বিতীয় ব্যাচ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই নবজাতকসহ মোট ৬৫ জনের দলটি জেদ্দায় ট্রানজিট বিরতির পর আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।


বাংলাদেশি নাগরিকদের বহনকারী বিমানটি বৈরুতের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে স্থানীয় সময় বুথবার সকাল ৮টা ২০ মিনিটে জেদ্দায় পৌঁছাবে। জেদ্দা থেকে স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।


এর আগে ২১ অক্টোবর, সোমবার সন্ধ্যায় দেশে ফিরে আসে লেবাননে আটকা পড়া ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দল।


পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তখন গণমাধ্যমকে জানিয়েছিলেন, সরকার লেবানন থেকে নথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন শুরু করেছে। তিনি উল্লেখ করেন যে, বৈরুত থেকে বহির্গামী ফ্লাইটে পর্যাপ্ত আসন না পাওয়ায় প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক প্রবাসীকে ফিরিয়ে আনা হচ্ছে।


তিনি আরো বলেন, সামর্থ্যের সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে আমরা একটি বড় দলকে সমুদ্রপথে তুরস্কে পাঠানোর বিকল্প অন্বেষণ করছি। সেখান থেকে তারা বিমানে করে বাংলাদেশে ফিরতে পারবেন।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com