
প্রশিক্ষণরত ২৫২ উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি কোনো রাজনৈতিক কারণ নয়, একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের কারণেই হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, অতীতে এর চেয়েও বেশি পরিমাণ অব্যাহতি দেওয়া হয়েছে।
২২ অক্টোবর, মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে থাকা ২৫২ এসআইকে অব্যাহতি দেওয়া হয়। স্থানীয় থানাগুলোতে ডেকে তাদের হাতে এই চিঠি দেওয়া হয়। একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত চিঠিতে এ অব্যাহতির আদেশ দেওয়া হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।
দুপুরে সচিবালয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম বলেন, শৃঙ্খলাভঙ্গের বিষয়টি সারদা পুলিশ একাডেমি বলতে পারবে। অনেক ধরনের শৃঙ্খলাভঙ্গ হতে পারে। এটা কোনো বিষয় না। নতুন সার্কুলার দেওয়া হয়েছে দ্রুত নিয়োগ হবে।
তিনি আরও বলেন, যেকোনো আন্দোলনে উস্কানিদাতাদের রাজনৈতিক পরিচয় অনুসন্ধান করতে হবে। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা যেন আর অপরাধে জড়াতে না পারে সতর্ক থাকতে হবে। উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]