'জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ'
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০০:১০
'জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের সময় আহতদের জন্য চিকিৎসা সেবা এবং পুনর্বাসনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।


১৫ অক্টোবর, মঙ্গলবার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (এনআইটিওআর) আহত ব্যক্তিদের দেখতে যাওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে যতদিন প্রয়োজন ততদিন সহায়তা অব্যাহত থাকবে।’


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের যোগ্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য চাকরির নিয়োগ নিশ্চিত করবে। তিনি বলেন, ‘আমরা এও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের চিকিৎসকরা যদি মনে করেন এখানে চিকিৎসা করা সম্ভব নয়, আমরা তাদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব।’


ছাত্র-নেতৃত্বাধীন জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্মম দমন-পীড়নের শিকার হয় শত শত সাধারণ মানুষ, আহতদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com