
মিয়ানমার নৌবাহিনীর গুলিবর্ষণে বাংলাদেশের মাছ ধরার ট্রলারে মো. ওসমান (৬০) নামে এক জেলে নিহতের ঘটনায় দেশটির সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে পাঠানো এক কূটনৈতিক বার্তায় বাংলাদেশের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
৯ অক্টোবর, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগর মোহনায় বাংলাদেশের মাছ ধরার ট্রলারে মিয়ানমার উপকূল থেকে গুলিবর্ষণ করা হয়।
এ ঘটনায় এক জেলে নিহতের পাশাপাশি আরো তিন জেলে আহত হন। এসময় ৬০ মাঝি-মাল্লাসহ ৪টি ট্রলার অপহরণ করে মিয়ানমারে নিয়ে যায় দেশটির নৌবাহিনী। পরে ট্রলারসহ অন্য মাঝিদের ছেড়ে দেয় মিয়ানমার।
এমন পরিস্থিতিতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। এছাড়াও প্রতিবাদ বার্তায় মিয়ানমারকে বাংলাদেশের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং ভবিষ্যতে আর কোনো উসকানিমূলক কর্মকাণ্ড থেকে থেকে বিরত থাকার কথাও মনে করিয়ে দেওয়া হয়।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]