সেপ্টেম্বরে রফতানি আয় ৬.৭৮ শতাংশ বেড়েছে
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ২১:২২
সেপ্টেম্বরে রফতানি আয় ৬.৭৮ শতাংশ বেড়েছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর মাসে দেশের রফতানি আয় ৬.৭৮ শতাংশ বেড়ে ৯ দশমিক ২৮ বিলিয়ন হয়েছে। গত বছর একই সময়ে যা ছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার।


৯ অক্টোবর, বুধবার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।


এ সময় তিনি রফতানি আয়ের বিস্তারিত তথ্য এখন থেকে প্রতিমাসে জানানোর অঙ্গীকারও করেন।


ইপিবি জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের অসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারে সরাসরি যুক্ত হওয়া রফতানি চালানের তথ্যের ভিত্তিতে সেপ্টেম্বরে বাংলাদেশ রফতানি থেকে আয় করেছে ৩৫১ কোটি ডলার, আগের বছরের একই মাসে যা ছিল ৩২৯ বিলিয়ন ডলার। এই হিসাবে তা বেড়েছে প্রায় ২২ কোটি ডলার।


চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে তৈরি পোশাক খাত থেকে রফতানি আয় ৫ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ২৮ বিলিয়ন হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার।


সেপ্টেম্বর মাসে পোশাক খাত ২ দশমিক ৭৮ বিলিয়ন আয় করেছে, যা ৬ শতাংশ বেশি। ওভেন পণ্য থেকে রফতানি আয় ৮ দশমিক ২ শতাংশ বেড়ে ১ দশমিক ১৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে নিট পণ্যের রফতানি আয় ৪ দশমিক ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলারে।


কৃষিপণ্য রফতানি থেকে সেপ্টেম্বর মাসে আয় হয়েছে ৯৭ মিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৮২ শতাংশ। প্লাস্টিক পণ্য ২৭ মিলিয়ন ডলার আয় করেছে, যা একবছর আগের একই সময়ে ২১ মিলিয়ন ডলারের তুলনায় ৩২ দশমিক ৫০ শতাংশ বেশি।


চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রফতানি আয় ১৮ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৮২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাট ও পাটজাত পণ্যের আয় ১৭ দশমিক ৭৮ শতাংশ কমে ৬৭ মিলিয়ন ডলার হয়েছে। বিশেষায়িত টেক্সটাইল সেক্টর ৩৪ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। এ খাত থেকে রফতানি আয় বেড়েছে ৩৫ দশমিক ৬৪ শতাংশ।


হোম টেক্সটাইল খাতের রফতানি আয় কমেছে ২ দশমিক ০৫ শতাংশ এবং আয় করেছে ৬২ মিলিয়ন ডলার।


তবে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধি হয়েছে ৫.০৪ শতাংশ। এ সময়ে দেশের রফতানি আয় ১ হাজার ১৩৭ কোটি ডলার হয়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে যা ছিল ১ হাজার ৮২ কোটি ডলার।


বিবার্তা/এনএইচ/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com