
লেবাননে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের জন্য জরুরি স্বাস্থ্য সেবা চালু করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
৭ অক্টোবর, সোমবার বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে যারা বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র/আবাসস্থলসমূহে অবস্থান করছেন, তাদের এই সংকটময় সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য নিম্নলিখিত নম্বরে (সোমবার হতে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) যোগাযোগ করার জন্য বিশেষভাবে পরামর্শ প্রদান করা হলো।
যোগাযোগের নম্বর লেবানিজ রেডক্রস নম্বর (শুধু অ্যাম্বুলেন্স সহায়তার জন্য)- ১৪০ প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য নম্বর- ৭০১২৮৭৯৩ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিবহণের জন্য নম্বর- ৮১৯৫৬৫৬২ যুদ্ধে আহত হয়ে চিকিৎসার প্রয়োজন হলে নম্বর- ৭৬৭৭৭১৩৯
লেবানন প্রবাসীদের প্রাথমিক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]