
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের গণমাধ্যম বিষয়ক সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) তালেবুর রহমান।
৪ অক্টোবর, শুক্রবার ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান তালেবুর রহমান ।
ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহার নামীয় আসামি তিনি।
এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, আসামি সেলিমকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]