খাদ্য সচিবের নিয়োগ ২৪ ঘণ্টার মধ্যে বাতিল
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ২৩:০৬
খাদ্য সচিবের নিয়োগ ২৪ ঘণ্টার মধ্যে বাতিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

খাদ্য সচিব হিসেবে ইলাহী দাদ খানের চুক্তিভিত্তিক নিয়োগ ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করেছে সরকার। তবে ঠিক কী কারণে এই নিয়োগ বাতিল করা হয়েছে তা জানা যায়নি।


মঙ্গলবার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানএই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন।


এর আগে, সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তিতে দুই বছরের জন্য খাদ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইলাহী দাদ খানকে খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেয়।


তিনি জেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।


আগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী ইলাহী দাদ খানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।


যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।


তবে তিনি এরই মধ্যে যোগদান করেছেন কি না তা জানা যায়নি।


২০১৫ সালে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, খাদ্য পরিদর্শক পদে ৪৪ জনকে নিয়োগে দুর্নীতির অভিযোগে ওই বছর মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ১ জন যুগ্ম সচিব, ২ জন উপসচিব, খাদ্য অধিদপ্তরের ১ জন পরিচালকসহ মোট ৫৩ জনকে আসামি করা হয়েছিল। এজাহারভুক্ত আসামিদের মধ্যে খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ইলাহী দাদ খানও ছিলেন। প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাঁদের বিরুদ্ধে।


এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং চারজন অতিরিক্ত সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com