ভারতের সঙ্গে আর নিরবতা নয়: পানিসম্পদ উপদেষ্টা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৫
ভারতের সঙ্গে আর নিরবতা নয়: পানিসম্পদ উপদেষ্টা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওনা হাসান বলেছেন, পূর্বে ভারতের অন্যায়ের বিরুদ্ধে সরকারি পর্যায়ে যদি কোন নিরবতা থেকে থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো সেই দিনটা শেষ হয়ে গেছে। এখন ভারতের ব্যাপারে নীরবতার সময় নাই।


২২ সেপ্টেম্বর, রবিবার সকালে ফেনীর পরশুরামের মীর্জানগরের নিজ কালিকাপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক কেটে দেওয়া বল্লারমুখ বাঁধ দেখতে এসে এসব কথা বলেন তিনি।


সৈয়দা রিজওনা হাসান আরও বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জানতে এসেছি তারা কি সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা অন্যায়।


এ সময় ফেনীর জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিকালে সাম্প্রতিক বন্যা, ছোট ফেনী, মহুরী, ফেনী নদীর দুপাড় ভাঙন বিষয়ে করণীয় শীর্ষক জেলা প্রশাসন কার্যালয়ে গণশুনানীতে অংশ নেন তিনি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com