শিরোনাম
কুষ্টিয়ায়
পদ্মা নদীতে জাতীয় গ্রীডের একটি বিদ্যুতের টাওয়ার বিলীন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৬
পদ্মা নদীতে জাতীয় গ্রীডের একটি বিদ্যুতের টাওয়ার বিলীন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলায় পদ্মার নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে।


১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভাঙনের মুখে পড়ে মিরপুরের সাহেবনগর এলাকায় ভেঙে পড়েছে জাতীয় গ্রীডের একটি বিদ্যুতের টাওয়ার।


টাওয়ারটি রক্ষার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে তদবির করে আসছিল।


এছাড়াও ভাঙ্গনের কারণে হুমকির মুখে পড়েছে মিরপুরের সাহেবনগর, তালবাড়ীয়া বাঁধসহ ভেড়ামারার মসলেমপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।


ভাঙন অব্যহত থাকলে যে কোন সময় বিলীন হতে পারে বসতবাড়ি ও আবাদী জমি। গত সোমবার ভাঙন রোধে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কও অবরোধ ও বিক্ষোভ করেছিল এলাকাবাসী।


বিবার্তা/শরীফুল/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com