গত ৫ আগস্ট, সরকার ক্ষমতাচ্যুতের পরপরই সারা দেশের বিভিন্ন সরকারি স্থাপনা ও থানায় চালানো হয় হামলা, করা হয় লুটপাট, ছিনিয়ে নেয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ।
সেই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে চলমান অভিযানে এখন পর্যন্ত ১৫৫টি অস্ত্র ও লুটে জড়িত থাকায় ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ সেপ্টেম্বর, সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
ইনামুল হক সাগর জানান, ৪ সেপ্টেম্বর ২০২৪ হতে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে আজ পর্যন্ত মোট অস্ত্র উদ্ধার হয়েছে ১৫৫টি। মোট গ্রেফতার করা হয়েছে ৭২ জনকে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলবার- ৮টি, পিস্তল- ৪৬টি, রাইফেল- ১১টি, শটগান- ১৮টি, পাইপগান- ৫টি, শুটারগান- ১৯টি, এলজি- ১৩টি, বন্দুক- ২৪টি, একে ৪৭- ১টি, গ্যাসগান- ১টি, চাইনিজ রাইফেল- ১টি, এয়ারগান- ১টি, এসবিবিএল- ৩টি, এসএমজি- ৩টি, টিয়ার গ্যাস লঞ্চার- ১টি।
উল্লেখ্য, পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত লুট হওয়া অস্ত্রের প্রস্তুতকৃত তালিকায় হারানো অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৮১৮টি। এর মধ্যে উদ্ধার হয়েছে ৩ হাজার ৯৩৩টি। এখনও উদ্ধার হয়নি ১ হাজার ৮৮৫টি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]