সরকার পতনের পর জনপ্রশাসনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় এবার চারটি সংস্থায় নিয়োগ দেওয়া হলো নতুন পরিচালক।
১৪ সেপ্টেম্বর, শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে বিয়াম ফাউন্ডেশন, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন একাডেমি ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সায়েদুল ইসলামকে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক, জাকিয়া সুলতানাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, লাননী ইয়াসমিনকে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক ও মোহাম্মদ আশরাফ উদ্দিনকে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিবার্তা/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]