মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ, এম এ এন ছিদ্দিকের চুক্তি বাতিল
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩২
মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ, এম এ এন ছিদ্দিকের চুক্তি বাতিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিডেটের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে সরিয়ে দেওয়া হলো এম এ এন ছিদ্দিককে।


তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সেখানে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুর রউফকে।


২০১৭ সালের ২৬ অক্টোবর এম এ এন ছিদ্দিককে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। তাঁর জায়গায় চলতি দায়িত্ব পাওয়া আবদুর রউফ ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দার্ন রুটের অতিরিক্ত প্রকল্প পরিচালক। তিনি এর আগে ডিএমটিসিএলের কোম্পানি সচিব ছিলেন।


৯ সেপ্টেম্বর, সোমবার এম এ এন ছিদ্দিকের নিয়োগ বাতিল ও আবদুর রউফকে চলতি দায়িত্ব দেওয়ার প্রজ্ঞাপন এবং অফিস আদেশ জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।


২০১২ সালে উত্তরা থেকে মিরপুর এবং ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। এটি মেট্রোরেল লাইন-৬ নামে পরিচিত।


প্রথম পর্যায়ে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হয়। গত ৪ নভেম্বর চালু হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। শুরুতে মতিঝিল পর্যন্ত এই মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে তা কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত করা হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com