শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০২
শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হাফেজ মাওলানা সাদিকুল হত্যার অভিযোগে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।


৪ সেপ্টেম্বর, বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে হাবিবুল্লাহ বাহারের প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিকী মামলাটি করেন। আদালত এ মামলার আবেদনটি রাজধানীর উত্তরা-পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।


এ মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরা ৯ নং সেক্টরে আধুনিক মেডিকেলের পাশে উপরোক্ত আসামিদের নির্দেশে অন্য আসামিরা গুলি ছোঁড়ে। এতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com