বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭-তে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যায় ১১ জেলার ৫০৪টি পৌরসভা বা ইউনিয়নে আক্রান্ত হয় ৫১ লাখ ৮ হাজার ২০২ জন। এখনো আটকা পড়ে আছে ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার। নতুন করে মৃত্যু হয়েছে ফেনীতে তিন, কুমিল্লায় তিন ও নোয়াখালীতে দুজনের। এ পর্যন্ত ফেনীতে ২৬, কুমিল্লায় ১৭, চট্টগ্রামে ছয়, নোয়াখালীতে ১১, কক্সবাজারে তিন এবং ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছে। মৃতদের মধ্যে ৪২ পুরুষ, সাত নারী ও ১৮ শিশু।


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মোট ৩ হাজার ৬১৫টি আশ্রয় কেন্দ্রে ৩ লাখ ৬ হাজার ৭৪১ জন এবং ৩২ হাজার ৮৩০টি গবাদিপশুকে আশ্রয় দেয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দিতে মোট ৪৭২টি মেডিকেল টিম চালু রয়েছে। বন্যাকবলিত জেলাগুলোয় এ পর্যন্ত ৪ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ, ২০ হাজার ৬৫০ টন চাল, ১৫ হাজার পিস শুকনা খাবার বা অন্যান্য খাবার এবং শিশুখাদ্য ও গোখাদ্য বরাদ্দ দেয়া হয়েছে।


এদিকে সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত জেলাগুলোর মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারের পরিস্থিতি উন্নতি হচ্ছে। ফলে বাড়িতে ফিরতে শুরু করেছে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষ।


বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার অবনতি ঘটে ২০ আগস্ট থেকে। এর আগে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় লঘুচাপ। এর প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। ২০ আগস্ট টানা বৃষ্টি শুরু হয় চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়িসহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোয়। বৃষ্টির পানির সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল।


বিবার্তা/এসএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com