
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতির পর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আসা রোগীদের চাপ বেড়েছে।
২ সেপ্টেম্বর, সোমবার ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগে ঘুরে দেখা যায়, রোগীদের উপচে পড়া ভিড়, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা যেমন ব্রেইনস্ট্রোক, হৃদ্রোগ, মূত্র সমস্যা, পেট ব্যথা, ঠান্ডা জনিত, এজমাসহ বিভিন্ন রোগে আক্রান্তরা চিকিৎসার জন্য এসেছে।
বহির্বিভাগ বন্ধ দেখে রোগীদের স্বজনরা সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সাথে তর্কে লিপ্ত হয়। হাসপাতালের বহির্বিভাগ বন্ধ কেন জানতে চায় রোগীদের স্বজনরা। কোনো সদুত্তর না পেয়ে বহির্বিভাগের রোগীরা অধিকাংশই জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন।
মুন্নি হাসান (৩০) নামে সাইনবোর্ড থেকে ইউরোলজি ডিপার্টমেন্টে চিকিৎসার জন্য আসেন ঢামেকে, পরে চিকিৎসা না পেয়ে ওই অবস্থায় ফিরে যেতে তাকে।
সারমিন আক্তার মিতু (৪০) নামে বংশাল থেকে আসা এক রোগীর পিত্তে পাথর (গলব্লাডার স্টোন)। ঢাকা মেডিকেল ১০৯ নং সার্জারি ওয়ার্ড ভর্তি ছিলেন তিনি। আজ তার অপারেশন হবার কথাছিল, কিন্তু এনেসথেসিয়া চিকিৎসক না আসাতে তিনিসহ প্রায় ১০ জন অপারেশন রোগীকে হাসপাতাল থেকে চলে যেতে হয়েছে।
কামরাঙ্গীরচর থেকে আশা ইয়ামিন (৩) নামে এক শিশু শ্বাসকষ্ট রোগ নিয়ে চিকিৎসার জন্য বহির্বিভাগে আসেন। কিন্তু বহির্বিভাগে চিকিৎসা না পেয়ে পরবর্তীতে শিশুটিকে জরুরি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়।
বহির্বিভাগের দায়িত্বরত সহকারী প্লাটুন কমান্ডার (এ পি সি) ফজলুর রহমান জানান, আজ সকাল আটটা থেকে ২ টা পর্যন্ত অন্ততপক্ষে সাড়ে ৫ শত রোগীকে বহির্বিভাগ থেকে ফেরত দেওয়া হয়েছে। যে রোগী জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার মত শুধু তাদেরকে জরুরিভাবে পাঠানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন লোকজনদের মুখ থেকে বকাঝকা গালমন্দ খেতে হয়েছে আমাদেরকে।
এদিকে জরুরি বিভাগের টিকিট কাউন্টার থেকে আজ সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৯০০ টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন টিকিট কাউন্টার ইনচার্জ তরিকুল ইসলাম।
ঢামেক হাসপাতালে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা বহির্বিভাগসহ বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে তদারকি করছেন।
হাসপাতালের গার্ড ও বিভিন্ন দায়িত্বরত কর্মচারীরা জরুরি বিভাগের প্রবেশপথে অবস্থান নিয়ে প্রবেশকারীদের চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছেন। জরুরি বিভাগের ভেতরে বিভিন্ন ওয়ার্ডের সামনেও সেনাবাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে সেনাবাহিনী ও বিজিবির কড়া নিরাপত্তায় সেখানে চিকিৎসা সেবা চলছে। পূর্বের মতোই লাইন দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখাতে পারছেন রোগীরা।
এদিকে সোমবার বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকে ইন্টার্ন চিকিৎসক ডাক্তার মো. আব্দুল আহাদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসকদের আক্রমণের ঘটনায় দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, এই সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে এবং আগামীকাল সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আমরা ঢাকা মেডিকেলে অবস্থান কর্মসূচি এবং সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সল্পপরিসরে বহির্বিভাগ রোগীদের সেবা দেওয়া হবে। এছাড়া রুটিন সেবা বন্ধ থাকবে এবং ইমার্জেন্সি ইনডোর খোলা থাকবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]