
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এদের মধ্যে তিন কর্মকর্তাকে ডিএমপি সদর দফতরে এবং চার কর্মকর্তাকে অন্যান্য দফতরে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
হাসান মো. শওকত আলীকে লজিস্টিক বিভাগে, খন্দকার ফরিদুল ইসলামকে ট্রাফিক-দক্ষিণে, সৈয়দ হারুন অর রশীদকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণে এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণের সুফিয়ান আহমেদকে ট্রাফিক-উত্তরে পদায়ন করা হয়েছে।
এছাড়া মোহাম্মদ জায়েদুল আলম, ট্রাফিক-দক্ষিণের এস এম মেহেদী হাসান ও ট্রাফিক-উত্তরের সুদীপ কুমার চক্রবর্তীকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]