
২৮তম থেকে ৪২তম বিসিএস পর্যন্ত নিয়োগ বঞ্চিত ২৮ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০ আগস্ট, মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের সুপারিশের প্রেক্ষিতে তাদের এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার প্রজ্ঞাপনমূলে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ২৮ জন প্রার্থীকে সহকারী কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের চাকরি সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]