প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বিগত পঞ্জিকা বছরের আয় ও ব্যয়ের হিসাব জমা দিতে হয়।
তবে, এ বছরের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে কেবল ২১টি দল তাদের হিসাব জমা দিতে পেরেছে। বাকি ২৩টি দল সময়মতো হিসাব জমা দিতে ব্যর্থ হয়েছে।
ফলে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে এবং রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, যেসব দল নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে পারেনি, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ আগস্ট পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
যে ২৩টি দল নির্ধারিত সময়ে হিসাব জমা দিতে ব্যর্থ হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণফ্রন্ট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুসারে, পূর্ববর্তী পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়া বাধ্যতামূলক। কোনো দল যদি পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হয়, তবে ইসি তাদের নিবন্ধন বাতিল করার ক্ষমতা রাখে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]