
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সব সরকারি প্রতিষ্ঠানে যেসব সংস্কার করা প্রয়োজন, তার সবই বর্তমান সরকার করবে। সরকার পোশাক শিল্পকে এগিয়ে নেয়ার জন্য যা যা করা দরকার, সবই করবে।
এসময় আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহারের মধ্যদিয়ে দেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং এবং পোশাক শিল্পের বিরাজমান সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনেরও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।
১৪ আগস্ট, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এমন আশাবাদ জানান প্রধান উপদেষ্টা।
পোশাক শিল্প ২০৩০ সাল নাগাদ ১০০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবে বলে আশাবাদ জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, বর্তমান সরকার ও পোশাক উদ্যোক্তারা মিলে সম্মিলিতভাবে এ শিল্পকে, জাতীয় অর্থনীতিকে তথা নতুন বাংলাদেশকে আরও বহুদূর এগিয়ে নিবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]