
আগামী রবিবার (১৮ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের সব বেঞ্চে পুরোদমে বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
১৪ আগস্ট, বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
এদিন আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কমিটি ও সদস্যরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান।
এসময় বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে বলে জানান প্রধান বিচারপতি।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের বিষয়ে জানতে চাইলে রেফাত আহমেদ বলেন, আমরা তো আন ইলেকটেড বডি। তাই সব ক্ষেত্রে আমি মনে করি জনসাধারণের কাছে আমাদের জবাবদিহিতা আরও বেশি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]