
পুলিশ বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব থেকে মো. মনিরুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাকে পুলিশ অধিদফতর ঢাকায় সংযুক্ত করা হয়েছে এবং তার কোনো কার্যকরী দায়িত্ব নেই।
১৩ আগস্ট, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদ থেকে অপসারণ করা হয়।
মো. মনিরুল ইসলাম ২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে এসবি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
তিনি ১৯৭০ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন এবং ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। গোয়েন্দা শাখা ও স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব পালন করে তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা হিসেবে পরিচিত।
মো. মনিরুল ইসলামের পদায়নের আগে, র্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার, এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানকেও পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]