চিফ প্রসিকিউটরসহ আরো ৪ আইনজীবীর পদত্যাগ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১৩:৪৮
চিফ প্রসিকিউটরসহ আরো ৪ আইনজীবীর পদত্যাগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যানেল থেকে চিফ প্রসিকিউটরসহ আরও চারজন আইনজীবী পদত্যাগ করেছেন।


পদত্যাগকারী আইনজীবীদের মধ্যে রয়েছে, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী (চিফ প্রসিকিউটর), অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট জাহিদ ইমাম ও ব্যারিস্টার শেখ মোশফেক কবীর।


১৩ আগস্ট, মঙ্গলবার অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।


এর আগে গতকাল সোমবার (১২ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে পদত্যাগ করেছেন চারজন প্রসিকিউটর। তারা হলেন, শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন এবং আলতাফ উদ্দিন আহম্মেদ। পরে রাতে অ্যাডভোকেট জাহিদ ইমাম ও ব্যারিস্টার শেখ মোশফেক কবীর পদত্যাগপত্র জমা দিয়েছেন।


উল্লেখ্য, স্বাধীনতার ৩৯ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) চলছে বিচারকাজ।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com