
অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসসহ অন্য উপদেষ্টারা পুলিশ সদস্যদের সাথে দেখা করতে রাজধানীর রাজারবাগে যাচ্ছেন।
৯ আগস্ট, শুক্রবার বিকেল ৪টার দিকে তারা সেখানে যাবেন বলে জানা গেছে। সেখানে পুলিশ অডিটরিয়ামে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
জানা গেছে, গত বুধবার থেকে কর্মবিরতিতে গেছেন রাজারবাগসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা। তারা ১১ দফা দাবি জানিয়েছেন। তার মধ্যে দুই দফার বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বাকিগুলোর বাস্তবায়ন চায় তারা।
সূত্র জানিয়েছে, বিকেল ৩টা থেকে পুলিশ সদস্যরা রাজারবাগের অডিটরিয়ামের দিকে প্রবেশ করছেন। এ সময় পুলিশ সদস্যরা বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে দুপুরে ড. ইউনূসের আসার খবর পান রাজারবাগের পুলিশ সদস্যরা। সেখানে তিনি তাদের কথা শুনবেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]