অসহযোগেও শাহজালাল বিমানবন্দরে কোনো ফ্লাইট বাতিল হয়নি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ২২:২১
অসহযোগেও শাহজালাল বিমানবন্দরে কোনো ফ্লাইট বাতিল হয়নি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। তবে চলমান এ আন্দোলনে প্রভাব পড়েনি আকাশ পথে। সারাদিন দেশীয় ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করেছে।


কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছেন হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচলক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।


রবিবার (৪ আগস্ট) বিকেলে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।


কামরুল ইসলাম জানান, সকাল থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল অব্যাহত আছে। আজ আন্তর্জাতিক রুটে ৭৭টি ফ্লাইট শাহজালালে নেমেছে এবং বিভিন্ন গন্তব্যে ৭৫টি ফ্লাইট পৌঁছেছে। মোট ১৫২টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। একইভাবে অভ্যন্তরীণ রুটে ৫৯টি ফ্লাইট নেমেছে এবং ৫৯টি বিভিন্ন রুটে রওনা হয়ে পৌঁছেছে। আজ কোনো ফ্লাইট বাতিল হয়নি।


উল্লেখ্য, কোটা বিরোধীদের অসহযোগ আন্দোলন শুরু হয়েছে রবিবার সকাল থেকে। অসহযোগ আন্দোলনের প্রথম দিন দেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com