১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি ঘোষণা
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১৪:১৮
১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


শনিবার (৩ আগস্ট) সকালে সংগঠন কর্তৃক পরিচালিত ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে নতুন সমন্বয়ক রিফাত রশিদ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন।


আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এক বিবৃতিতে বলেন, কোটাবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট এ সমন্বয়ক টিম গঠন করা হয়েছে। হালনাগাদ তালিকায় ৪৯ জন সমন্বয়ক ও ১০৯ জন সহ-সমন্বয়ক আছেন।


আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে এই দলকে সম্প্রসারিত করা হবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com