মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে হামলা, অগ্নিসংযোগ
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১৮:৫৮
মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে হামলা, অগ্নিসংযোগ
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘শাটডাউন’ কর্মসূচিতে ঢাকার মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া প্রায় ২০টি গাড়ি।


১৮ জুলাই, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে এই হামলা চলে। পরে আগুন বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। সড়ক অবরোধের কারণে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারেনি।


সরেজমিনে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে মহাখালীর আমতলী মোড় থেকে বীর উত্তম একে খন্দকার সড়কে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে একদল যুবক। তিতুমীর কলেজের আগে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনে এসে তারা ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে ভবনের সামনের অংশের প্রায় সব কাচ ভেঙে যায়।


পরে ওই ভবনের সামনের সড়ক ও প্রবেশপথের সামনে রাখা বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। এক পর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে পাশে থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায়। আধঘণ্টা আগুন জ্বলার পর ওই ভবনেও আগুন ধরে যায়। ভবনের সামনের গাড়িগুলো থেকে একটু পরপর বিস্ফোরণ হতে থাকে।


আগুন লাগার দুই ঘণ্টা পরও ফায়ার সার্ভিসের কোনো দল সেখানে পৌঁছাতে পারেনি।


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (কাবিখা) মো. বদরুল হক বলেন, ‘আমাদের ভবনের সব কাচ ভেঙে ফেলেছে। ভবনেও আগুন লেগেছে। আমরা ভবনের ছাদ থেকে আশপাশের ভবনের ছাদ দিয়ে বের হয়ে এসেছি।’


ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে কল দিলে ডিউটি অফিসার জানান, ‘আমরা অনেক আগেই তথ্য পেয়েছি কিন্তু আমাদের অবস্থা খারাপ। রাস্তায় ব্যারিকেড থাকায় যেতে পারছি না।’


বিবার্তা/রোমেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com