মিরপুর-১০ গোলচত্বর রণক্ষেত্র, ৫ মোটরসাইকেলে আগুন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১২:৫৩
মিরপুর-১০ গোলচত্বর রণক্ষেত্র, ৫ মোটরসাইকেলে আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিরপুরে কোটা সংস্কারের পক্ষে থাকা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলছে। এসময় পুলিশ টিয়ার শেল ছুড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। সংঘর্ষের এলাকায় রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কমপক্ষে ৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে মিরপুর-১৩ নম্বরে বিআরটিএর সামনে সংঘর্ষ শুরু হয়। প্রথমে শিক্ষার্থীদের মিরপুর-১০ নম্বর এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়। বিআরটিএর আগে তাদের আটকে দেওয়ার পর মিরপুর-১৩ নম্বর দিয়ে পুলিশ ধাওয়া করে।


প্রসঙ্গত, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার ‌‌‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।


মিরপুর-১০ নম্বরসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com