
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। এ বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে প্রধানমন্ত্রীর চীন সফর।
স্থানীয় সময় ১০ জুলাই, বুধবার বিকালে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে গ্রেট হলে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ওই বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২১ সমঝোতা স্মারক ও চুক্তি সই করে বাংলাদেশ ও চীন। এছাড়া সাতটি ঘোষণাপত্রে সই করা হয়।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হলে পৌঁছলে তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। সেখানে তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
এসময় শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দুই নেতার বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এর আগে গত সোমবার (৮ জুলাই) তিনদিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচি শেষে বুধবার (১০ জুলাই) রাতে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, এটি প্রধানমন্ত্রীর চতুর্থ চীন সফর। এর আগে তিনি ২০১০, ২০১৪ ও ২০১৯ সালে চীন সফর করেন। দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করবে। গত ২১ থেকে ২২ জুন ভারত সফরের ১৫ দিনের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করলেন।
বিবার্তা/ইমি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]