
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহতদের যে দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে তাদের কেউই আশংকামুক্ত নন জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহতদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে।
সোমবার (৮ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি আহতদের আত্মীয় স্বজনদের সান্ত্বনা দেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, যে দুজন ভর্তি হয়েছে, তাদের কেউই আশংকামুক্ত নন। আমি বগুড়া এবং বার্নের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমি রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের আশ্বস্ত করতে চাই, তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে। আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।
এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক শোকবার্তা বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]