সোমবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে ব্যাংকিং সেবা ও পুঁজিবাজারের লেনদেন
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১৭:৫০
সোমবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে ব্যাংকিং সেবা ও পুঁজিবাজারের লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামীকাল সোমবার (১ জুলাই) ব্যাংক হলিডে। এ উপলক্ষ্যে ওইদিন ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এজন্য এদিন দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।


মঙ্গলবার (২ জুলাই) থেকে যথারীতি সাধারণ নিয়মে খোলা থাকবে ব্যাংক খাত। বাণিজ্যিক ব্যাংকের মতো একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংক।


বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।


৩০ জুন ব্যাংকগুলোর ছয় মাসের আর্থিক হিসাব শেষ করা হয়। সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়ে থাকে। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে, পরদিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।


তাছাড়া পুরো বছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয় ৩১ ডিসেম্বর, তাই সেদিনও ব্যাংকিং সেবা বন্ধ থাকে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com