শিরোনাম
সম্মেলন ঘিরে নিরাপত্তার চাদরে সোহরাওয়ার্দী উদ্যান
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৯:০৩
সম্মেলন ঘিরে নিরাপত্তার চাদরে সোহরাওয়ার্দী উদ্যান
ছবি : প্রতিকী
খলিলুর রহমান
প্রিন্ট অ-অ+

আর মাত্র এক দিন পর শুরু হচ্ছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দেশের ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের ২০তম সম্মেলন। দুইব্যাপী ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ বিদেশী অতিথিরা উপস্থিত থাকবেন। তাই সম্মেলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সকল প্রস্তুতি শেষ করেছে।


ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনকি সম্মেলনে আসা সবাইকে নিরাপত্তা দেয়ার আশ্বাসও দিয়েছেন তারা।


সম্মেলনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এর পরপরই র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে উদ্যানের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।


নিরাপত্তা প্রসঙ্গে বেনজীর আহমেদ বলেন, সম্মেলনে প্রচুর লোকের সমাগম হবে। তাই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই র‌্যাব সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবে । এ লক্ষ্যে উদ্যানের প্রতিটি গেটে ‌র‌্যাব সদস্যরা টহলে দিবে। এছাড়াও সম্মেলন শুরুর আগে ডগ স্কোয়াড দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে সুইপিং করানো হবে ।


এদিকে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২১ অক্টোবর থেকে বিনা অনুমতিতে সোহরাওয়ার্দী উদ্যানে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়াও যারা অনুমতি পাবে তারা কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র ও দাহ্য পদার্থ নিয়ে উদ্যানে প্রবেশ করতে পারবে না। এমনকি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ বলে ঘোষণা দেয়া হয়েছে।


সিসিটিভির আওতায় আনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর এলাকা। তিনটি কন্ট্রোল রুম থেকে সম্মেলনের পুরো এলাকা তদারকি করা হবে। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। সম্মেলন স্থলে সাতটি গেটে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে সার্চ করে প্রবেশ করানো হবে। ভেহিকল মিরর সার্চ করে গাড়ি সম্মেলন স্থলে প্রবেশ করা হবে বলে জানা গেছে।


শুধু আইন-শৃঙ্খলা বাহিনী নয়, তাদের পাশাপাশি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সমন্বিতভাবে পুরো ঢাকা মহানগরীর নিরাপত্তায় কাজ করবে বলে জানা গেছে।


এছাড়া নিরাপত্তার স্বার্থে রাজধানীতে যান চলাচলের ক্ষেত্রেও কিছু নিদের্শনা দেয়া হয়েছে। সম্মেলন চলাকালে কদম ফোয়ারা, মৎস্য ভবন, দোয়েল চত্বর, শাহবাগ, টিএসসি পর্যন্ত এলাকার সড়কগুলোতে যান চলাচল করতে পারবে না। সম্মেলন স্থলে ভিআইপি ছাড়া কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হবে না।


নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, সম্মেলন ঘিরে উদ্যানের চারপাশে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকে-সাদা পোশাকে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পল্টন, হাইকোর্ট এবং রমনা এলাকায় দায়িত্ব পালন করছেন । এছাড়াও শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা তিন দিন সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।


বিবার্তা/খলিল/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com