শিরোনাম
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসায় বিএসএফ
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১৩:২৭
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসায় বিএসএফ
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযানের কারণে বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর প্রশংসা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

বুধবার সন্ধ্যায় শিলংয়ে বিএসএফ’র মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি পি কে দুবে বলেন, সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে বাংলাদেশের সম্মিলিত বাহিনী যে দক্ষতা দেখিয়েছে এবং কোনোরকম বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই যেভাবে ‘অপারেশন টোয়াইলাইট’ চালানো হয়েছে, সেটা সত্যিই প্রশংসনীয়।

 

বিএসএফ’র আইজি আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে চট্টগ্রামেও তারা (বাংলাদেশের নিরাপত্তা বাহিনী) জঙ্গি ঘাঁটিগুলোকে সফলতার সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে এবং এটা সত্যি যে তারা জেএমবি শক্তিকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে।’

 

বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গিদের গতিবিধি বেড়ে যাওয়া ভারতের ক্ষেত্রে কতটা উদ্বেগজনক? সেই প্রশ্নের উত্তরে দুবে বলেন, ‘আন্তর্জাতিক সীমান্ত বরাবর যেকোনো ঘটনাই দুই দেশের কাছে হুমকিস্বরূপ। সীমান্ত নাশকতা ঠেকাতে আমরা বিজিবি’র সঙ্গে একযোগে কাজ করছি এবং বাংলাদেশের মাটিতে জঙ্গিদের গতিবিধি সম্পর্কিত ও সীমান্ত পারাপার সম্পর্কিত সকল বিষয়ে বিজিবি’র তরফে আমাদেরকে সহায়তা করা হচ্ছে।

 

বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com