
ঈদে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই জন মূল হোতাসহ ১২ জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৩ জুন) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও থেকে ২ জনকে আটক করেছে র্যাব ১৩ ৷ এসময় তাদের কাছ থেকে ৫০০ অনলাইন টিকিট ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ জুন) দুপুর ১২টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবির।
তিনি বলেন, আটক ১২ জন তিনটি চক্রের সদস্য। এর মধ্যে দুইটি চক্রের সদস্যরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন মানুষের এনআইডি কার্ড সংগ্রহ করে ও সচল সিমের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতেন। পরে সেই টিকিট প্রায় তিনগুণ দামে বিক্রি করতেন তারা। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতেন। আরেকটি চক্র যারা কমালাপুর থেকে স্ট্যান্ডিং টিকিট কিনে বাড়তি দামে বিক্রি করতো। অনলাইন টিকিট বিক্রি চক্রের মূল হোতা সোহেল এবং আরিফুলকে গ্রেফতার করা হয়েছে। টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]