শিরোনাম
লাইফসাপোর্টে সিঙ্গাপুর থেকে ফেরত র‌্যাব গোয়েন্দা প্রধান
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ২০:৫৬
লাইফসাপোর্টে সিঙ্গাপুর থেকে ফেরত র‌্যাব গোয়েন্দা প্রধান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গোটাটিকর এলাকায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তাকে লাইফসাপোর্টসহ সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।


বুধবার রাত সোয়া ৮টার দিকে এই গোয়েন্দা প্রধানকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টসহ ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। ঢাকার সিএমএইচ-এ তাকে চিকিৎসা দেয়া হবে।


এর আগে গত শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলের কয়েকশ গজ দূরে গোটাটিকর নামক স্থানে বোমা বিস্ফোরণে আহত হয়েছিলেন আবুল কালাম আজাদ। পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রবিবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেই আবার দেশে ফেরত আনা হলো তাকে।


প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় সিলেটের গোটাটিকর এলাকায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন।


বিবার্তা/খলিল/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com