আজ থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১৩:৪০
আজ থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকায় একই সঙ্গে আম ও কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন চালু হচ্ছে।


১০ জুন, সোমবার বিকাল ৪টায় জেলার রহনপুর স্টেশন থেকে যাত্রা করবে ট্রেনটি। তবে গত বছরের ন্যায় এবছর ‘ক্যাটেল স্পেশাল ট্রেন’ চালু না হওয়ায় একই ট্রেনে আমের সঙ্গে কোরবানির পশু পরিবহন করা হবে।


লোকসান মাথায় আম পরিবহনের জন্য পঞ্চম ও কোরবানি পশু পরিবহনের জন্য চতুর্থবারের মতো ট্রেনটি চালু করছে রেলওয়ে কর্তৃপক্ষ।


রবিবার (৯ জুন) রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।


সুজিত কুমার বিশ্বাস জানান, এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছবে ম্যাংগো স্পেশাল ট্রেন। রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীসহ ১৫টি স্টেশনে আম তোলা হবে। ম্যাংগো স্পেশাল ট্রেন ঢাকায় পৌঁছবে রাত ২টা ১৫ মিনিটে।


চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার মো. ওবায়দুল্লাহ জানান, ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ টন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এক কেজি আমের ভাড়া দিতে হবে ১ টাকা ৪৭ পয়সা। রাজশাহী থেকে ১ টাকা ৪৩ পয়সা।


তিনি আরো জানান, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করবেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com