শিরোনাম
‘হকারদের ক্ষেপিয়ে তুললে ফলাফল ভালো হবে না’
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১৮:০৫
‘হকারদের ক্ষেপিয়ে তুললে ফলাফল ভালো হবে না’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে উদ্দেশ্যে হকার নেতারা বলেছেন, আপনাকে (সাঈদ খোকন) আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। আর এখন আপনি আমাদের উচ্ছেদ করছেন। সঠিক সময়ে আমরাও সঠিক জবাব দেব। হকারদের আর ক্ষিপ্ত করে তুলবেন না। তাহলে ফলাফল ভালো হবে না বলেও হুমকি দেন তারা।


বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার হকার রাস্তা অবরোধ করে কর্মসূচি পালনকালে হকার নেতারা এসব কথা বলেন।


তারা বলেন, অবৈধভাবে হকার উচ্ছেদ কর্মসূচি বন্ধসহ পুনর্বাসনের ঘোষণা না দিলে আমরা রাস্তা ছাড়ব না। আমাদের আন্দোলন চালিয়ে যাব।


এর আগে পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত মিছিল বের করে প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন তারা। সারা বাংলাদেশ থেকে আগত হকাররা বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসেন।


এদিকে হকারদের রাস্তা অবরোধ কর্মসূচির ফলে পল্টন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত দুই পাশের রাস্তায় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় অসহনীয় যানজট।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com