
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়েছেন এ জন্য আমি চির কৃতজ্ঞ। এটা টাঙ্গাইলসহ ধনবাড়ী মধুপুরবাসীর জন্য উপহার। আমাকে তিনি যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব নিষ্ঠারসাথে পালন করার চেষ্টা করবো।
৮ জুন, শনিবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষা প্রতিমন্ত্রী।
শিক্ষা প্রতিমন্ত্রী ধনবাড়ী উপজেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অকৃত্রিম ভালোবাসায় পরিপূর্ণ গণসংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে বলেন, গণমানুষের কল্যাণে আজীবন নিজেকে নিয়োজিত রেখে ধনবাড়ীকে একটি স্মার্ট উপজেলায় রূপান্তরিত করার মাধ্যমে তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে চান। মহান জাতীয় সংসদে দেশ ও জাতির কল্যাণে কথা বলার এবং শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বেই উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, একসময় যে দেশটির পরিচিতি ছিল বন্যা, খরা, দুর্ভিক্ষ আর হাড্ডি-কঙ্কালসার মানুষের দেশ হিসেবে, সেই দেশটিই এখন সমগ্র বিশ্বের বিস্ময়, উন্নয়নের রোল মডেল। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে বিএনপি-জামায়াত আজ দিশাহারা।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণসহ দেশ ও জাতির কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ধারাবাহিকভাবে চার মেয়াদে সরকার পরিচালনার ফলে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি অসংখ্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব হয়েছে। বর্তমান বাংলাদেশ আর্থিক দিক থেকে যেমন শক্তিশালী, তেমনি মানসিকতার দিক থেকেও অনেক বলীয়ান। ঘূর্ণিঝড়, বন্যা, করোনা, বিশ্বমন্দার প্রভাব কোনটাই বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির চাকাকে গতিরোধ করতে পারেনি।
শামসুন নাহার বলেন, বর্তমান সরকারের হাত ধরেই বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ এবং নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশকে আত্মসম্মান ও সক্ষমতার নতুন এক উচ্চতায় উন্নীত করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতুতে রেল সংযোগ, পায়রা গভীর সমুদ্র্রবন্দর, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, রাজধানীতে মেট্রোরেল, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, দেশব্যাপী সাড়ে পাঁচ শতাধিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, ভূমিহীন ও গৃহহীনদেরকে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর প্রদান, দেশে শতভাগ বিদ্যুতায়ন, প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, দেশব্যাপী ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগসহ জনকল্যাণকর বহু প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে মর্যাদার আসনে উন্নীত করেছে। স্বাধীনতাবিরোধীদের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে এবং দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হবে।
শিক্ষা বিস্তারে নতুন কারিকুলামের বিষয়ে মন্ত্রী শামসুন নাহার চাঁপা বলেন, সামনে শিক্ষার নতুন একটা কারিকুলাম আসছে। যা বাস্তবায়ন হলে দেশে সত্যি সোনার মানুষ তৈরি হবে।
ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মীর ফারুক আহমাদ ফরিদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মনজুরুল ইসলাম তপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, টাঙ্গাইল শহর আ.লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির নেতা ড. কেএম সালাউদ্দিন, কেন্দ্রীয় ওলামা লীগের সভাপতি ড. কেএম আবদুল মোমিন সিরাজী, জেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসি আক্তার রুনু, মধুপুর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়াদুদ তালুকদার সবুজ প্রমুখ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]