শিরোনাম
আইলা দুর্গতদের জন্য নতুন প্রকল্পের সুপারিশ
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৬:৩২
আইলা দুর্গতদের জন্য নতুন প্রকল্পের সুপারিশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইলা দুর্গত অঞ্চলের জন্য দ্রুত নতুন প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ১০ম জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।


এছাড়াও কমিটির আগামী বৈঠক রাঙ্গামাটিতে করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।


বৃহস্পতিবার কমিটির সভাপতি শওকত আলী বাদশার সভাপতিত্বে সংসদ ভবনে ১৭তম বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে প্রাণিসম্পদ অধিদফতরের চলমান কর্মসূচির আওতায় খামারি ও জনবলের প্রশিক্ষণ এবং মা-ইলিশ সংরক্ষণে জেলেদের বিকল্প কর্মসংস্থান, নতুন মেরিন রিজার্ভ এলাকা চিহ্নিতকরণ বিষয়ে আলোচনা করা হয়।


কমিটি মাঠ পর্যায়ে মৎস্য অধিদফতরের কর্মসূচি সম্প্রসারণ ও মনিটরিংয়ের ক্ষেত্রে কর্মকর্তাদের জন্য পর্যাপ্ত যানবাহন ক্রয় করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।


বৈঠকে বাণিজ্যিক ভিত্তিতে ও সৌখিনভাবে হরিণ চাষের জন্য হরিণের পৃথক মূল্য নির্ধারণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করার সুপারিশ করা হয়।


কমিটি প্রাণিসম্পদ অধিদফতরের অধীন একটি প্রকল্পের আওতায় উন্নয়নশীল দেশের ভেটেরিনারি শিক্ষার উপর জ্ঞান অর্জনের লক্ষ্যে আয়োজিত শিক্ষা সফর স্থগিত করার সুপারিশ করে ও তিন সদস্যের একটি সাব কমিটি গঠন করে এবং কমিটির রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে সফর কমিটি পুনর্গঠন করার সুপারিশ করে।


কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু, খন্দকার আজিজুল হক আরজু, অ্যাডভোকেট মুহম্মদ আলতাফ আলী এবং শামছুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com