
যুদ্ধ নয় শান্তির পক্ষে বাংলাদেশ। আমাদের অবস্থান পরিষ্কার-আমরা কারো দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করি না, তবে অন্যায় নৃশংসতার বিপক্ষে আমরা। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
শুক্রবার (২৪ মে) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বিশ্বশান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ফরিদুল হক খান বলেন, বিশ্বের সব মুসলিম দেশ এক হয়ে কাজ করলে ফিলিস্তিনের যুদ্ধ থামানো সম্ভব। তাদের জমি ও দেশের অধিকার ফিরিয়ে দিতে হবে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাতে হবে। আমরা এক হলে বিশ্বের মানবতার পক্ষ নিয়ে তারা তাদের নিজের মাটিতে সুরক্ষিত থাকতে পারবে।
ফিলিস্তিনের চলমান অন্যায় অবিচারকে বাংলাদেশ মেনে নিচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার এর মধ্যেই নিন্দা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনে।
তিনি বলেন, যুদ্ধ নয় শান্তির পক্ষে বাংলাদেশ। আমাদের অবস্থান পরিষ্কার-আমরা কারো দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করি না, তবে অন্যায় নৃশংসতার বিপক্ষে আমরা। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব পড়ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে ফিলিস্তিনিকে সমর্থন দিয়েছেন বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, যখন অন্যসব দেশ এই সমর্থন দেয়ার সাহস পায়নি তখন তিনি (প্রধানমন্ত্রী) ফিলিস্তিনকে সমর্থন দিয়েছেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]