
রাজধানীর বাড্ডা থানার পূর্ব-বাড্ডা টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
বুধবার (২২ মে) রাতে র্যাব-৩ এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের ওই বার্তায় বলা হয়,পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।
বার্তায় আরও বলা হয়, এ বিষয়ে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর অভিযান শেষে ব্রিফ করবেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]