নৌ-পুলিশের অভিযান
২৪ ঘণ্টায় নিষিদ্ধ জাল ও পোনাসহ ৫৪ জন আটক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১৭:২২
২৪ ঘণ্টায় নিষিদ্ধ জাল ও পোনাসহ ৫৪ জন আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলমান বিভিন্ন অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের রেণু পোনা উদ্ধারসহ ৫৪ জনকে আটক করেছে নৌ-পুলিশ।


১৩ মে, সোমবার দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশ সদর দপ্তর পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা।


গত ২৪ ঘণ্টায় নৌ-পুলিশের বিভিন্ন অভিযানে এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ১৭ লাখ ৬৫ হাজার ২৮০ মিটার অবৈধ জাল, ১২৬ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির ১ লাখ ৬ হাজার পিস বাগদা রেনু পোনা এবং নয় কেজি কাঁকড়া জব্দ করা হয়। এদিন নৌ-পুলিশ অভিযান চালিয়ে ২২টি ঝোপ ধ্বংস করা হয়।


কাজী নুসরাত জানান, নৌ-পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১৯টি বাল্কহেড আটক করা হয় এবং অবৈধ জালে মাছ ধরার জন্য ৩টি নৌকা জব্দ করা হয়। এই অভিযানে ৫৪ জনকে আটক ও ৮টি মামলা দায়ের করা হয়েছে।


জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ ও মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com