শিরোনাম
‘গণমাধ্যমে এখন অনলাইনের সংখ্যাই বেশি’
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৩:০৮
‘গণমাধ্যমে এখন অনলাইনের সংখ্যাই বেশি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সবসময় গণমাধ্যমকে গুরুত্ব দিয়ে আসছি। সংবাদপত্রকে এবং সাংবাদিকদের যত রকম সুবিধা দেয়া যায়, সব ব্যবস্থাই আমরা করেছি। তবে গণমাধ্যমে এখন অনলাইনের সংখ্যাই বেশি। কাগজের পাঠক পড়ে যাচ্ছে।’


বৃহস্পতিবার ‘জাতীয় প্রেসক্লাব-বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ। কিন্তু এখন তো ডিজিটাল সময়, প্রযুক্তির উন্নয়নে সংবাদও ডিজিটাল হয়েছে। অনলাইন সংবাদ মাধ্যম বাড়ায় পত্রিকার পাঠক কমে গেছে। তবে পত্রিকার পাতায় সংবাদ পড়তে ভালো লাগে।’


দেশে সাংবাদিকতার স্বাধীনতা নেই বলে যারা প্রশ্ন তোলেন তাদেরউদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সুবিধা ভোগ করবেন, কিন্তু দায়িত্ব পালন করবেন না তা হবে না। সাংবাদিকতায় স্বাধীনতা পাচ্ছে না, এই কথাগুলো কীভাবে বলা হয় যদি স্বাধীনতা নাই থাকে তো। এই সব কথা বলতেও তো স্বাধীনতা লাগে।


তিনি বলেন, মিডিয়াতে কর্মসংস্থানের সংখ্যা বাড়ছে। উন্নয়নে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। সেই ৯৬ সাল থেকেই সাংবাদিকদের সহযোগিতায় চিন্তা-ভাবনা করে আসছি। কল্যাণ ট্রাস্ট করেছি, আইন হয়েছে, ওয়েজ বোর্ড চলছে অষ্টমে আরও নানান কিছু।


প্রেসক্লাবের জায়গা নিয়ে শেখ হাসিনা বলেন, এই জায়গাটা যাতে প্রেসক্লাব পায় এই ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু। লিখিতভাবে প্রেসক্লাবের জমি লিজ দিয়েছিলেন তিনি। তাকে হত্যা করা হলো, এরপর থেকে আর সেভাবে উন্নতি হয়নি।


ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সিনিয়ার সাংবাদিক গোলাম সারোয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলসহ অনেকে।


বিবার্তা/জাকিয়া/যুথি



>>বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com