শিরোনাম
ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১২:৩০
ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জননিরাপত্তা বিধানে জনগণের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে নাগরিকদের মতামত শুনতে এবং তাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিতে ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।


আগামী ২৮ মার্চ মঙ্গলবার রাত ৮ টায় সম্প্রতি ভেরিফাইড হওয়া ডিএমপি’র অফিসিয়াল ফেসবুক পেইজ Dhaka Metropolitan Police-DMP তে লাইভ প্রোগ্রামে অংশ নেবেন তিনি।


এ সময় নিজেদের প্রত্যাশা, অভিমত ও অভিযোগ সরাসরি কমিশনারকে জানাতে পারবে সবাই।


বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসুফ আলী।


তিনি জানান, এই লাইভ প্রোগ্রামের অংশ হিসেবে খোলা হয়েছে ফেসবুক ইভেন্ট। যে কোনো প্রশ্ন, মতামত ও পরামর্শ জানাতে পোস্ট করা যাবে ইভেন্ট সেকশনেও। নগরবাসীর বিভিন্ন মতামতের বিষয়ে কী ভাবছেন ডিএমপি কমিশনার তা জানতে আগামী ২৮ মার্চ রাত ৮ টায় ডিএমপি’র ফেসবুক পেইজে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।


এছাড়াও পরিচিত জনের কাছে ইভেন্টটি শেয়ার করার জন্যও আহ্বান জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।


বিবার্তা/খলিল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com