শিরোনাম
সিলেটে বিস্ফোরণ: আইএসের দায় স্বীকার
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ০৯:৪২
সিলেটে বিস্ফোরণ: আইএসের দায় স্বীকার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে ঘটনাস্থলের অদূরে দুই দফা বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে। রবিবার আইএসের কথিত বার্তা সংস্থা ‘আমাক’র বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর জানায়।

 

শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর অভিযান ‘টোয়াইলাইট’ চলাকালে ঘটনাস্থলের ২০০ গজ দূরে গোটাটিকর মাদরাসা সংলগ্ন এলাকায় দুই দফা বোমা হামলার ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত হয়। তাদের মধ্যে আদালত পরিদর্শক, পুলিশ সদস্য এবং ছাত্রলীগ কর্মী রয়েছে।

 

এছাড়া আহত হয়েছেন সাংবাদিক, পুলিশ, র‌্যাব সদস্যসহ ৫০ জন। আহতদের মধ্যে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। রাত ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বাকিরা সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

 

নিহত পুলিশ কর্মকর্তারা হলেন জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও আদালত পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সার। তারা দুজনই ছিলেন পুলিশের বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্য। 

 

নিহতদের অপর চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন স্থানীয় ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিম, কলেজছাত্র অহিদুল ইসলাম অপু ও নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম (৩৮)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে পুলিশ জানিয়েছে।

 

বিবার্তা/আছিয়া/নিশি   

 

>> সিলেটে বিস্ফোরণে পুলিশ-ছাত্রলীগ নেতাসহ নিহত ৬

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com